দীঘা থেকে দু কিলোমিটার দূরে উড়িষ্যা বাংলা সীমান্তের তালসারি সমুদ্র সৈকতে মৎস্যজীবীদের জালে ধরা পড়লো ৩০ ফুট লম্বা ৫০ কুইন্টালের বেশি ওজনের মৃত হাঙ্গর |পাঁচ মৎস্যজীবী মাছ ধরতে গিয়ে উপকূল থেকে ৭ কিলোমিটার দূরে এই দৈত্যকা আঙ্গুরটি তাদের জালে উঠে বলে জানা গিয়েছে অত্যধিক ওজন হওয়ায় শতাধিক মানুষের চেষ্টাতেও তীরে তুলতে সক্ষম হয়নি পরে বনদপ্তরের কর্মীরা এসে ট্রেন নিয়ে হাঙরটিকে উদ্ধার করে |