শ্রীরামপুর-উত্তরপাড়া: হুগলির বৈদ্যবাটি পৌরসভার সলিড ওয়েস্ট এবং লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট পরিদর্শনে নবম শ্রেণীর ছাত্ররা
শনিবার হুগলির ব্যান্ডেল ডন বসকো স্কুলের নবম শ্রেণীর ছাত্ররা বৈদ্যবাটি পৌরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট এবং লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট ল্যান্ড পরিদর্শন করলেন। পৌর প্রধান পিন্টু মাহাতো তাদের হাতে জৈব সার সাফল্য তুলে দিলেন। এ প্রসঙ্গে জানালেন বৈদ্যবাটি পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণেন্দু কুন্ডু।