কোচবিহার ১: পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি কোচবিহার জেলা চতুর্থ সম্মেলন, উপস্থিত প্রাক্তন সংসদ
রবিবার হলো পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি কোচবিহার জেলা চতুর্থ সম্মেলন। এদিন কোচবিহার শহরে সুরুচি কলা কেন্দ্রে এই সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সহ সম্পাদক শিবেন্দু ঘোষ। উপস্থিত ছিলেন CPIM জেলা সম্পাদক অনন্ত রায়, মহানন্দ সাহা, রাজ্যসভার প্রাক্তন সাংসদ তারিণী রায় সহ অন্যান্য নেতৃত্ব । দিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন ১২৫জন প্রতিনিধি। এদিন বিকেল ৪টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের কোচবিহার জেলা সম্পাদক সাধন দেব কি জানিয়েছেন শুনে নেব