রানিগঞ্জ: পুলিশ প্রশাসন হায় হায় এই স্লোগান তুলে রাণীগঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখালো ছয় ও সাত নম্বর দাগা কলোনির একদল যুবক
পুলিশ প্রশাসন হায় হায় এই স্লোগান তুলে, এবার রাণীগঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখালো, রানীগঞ্জের পাঞ্জাবি মোড় ফাঁড়ি এলাকার ছয় সাত নম্বর দাগা কলোনির একদল যুবক। রবিবার বিকেল সাড়ে চারটার সময় রানীগঞ্জ থানার সামনে যুবকেরা দাবি করে মিথ্যে অভিযোগের প্রেক্ষিতে দীর্ঘ এক বছর ধরে পুলিশ তাদের তাড়া করে বেড়াচ্ছে। তারা এজন্য বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন, সেখানেও হানা দিয়েছে পুলিশ। আর তার সাথেই গোদের ওপর বিষফোঁড়া হয়ে উঠেছে মহিলা আইনজীবীর ভয় দেখানো হুঁশিয়ারি