আজ ১৩ ই নভেম্বর বৃহস্পতিবার আনুমানিক বেলার দিকে। বীরভূম জেলার মুরারই ২ ব্লকের পাইকর 1 গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে।পাইকর1 গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে বিশেষ গ্রাম সভা অনুষ্ঠিত হল। এদিনের বিশেষ গ্রাম সভায় বাংলা আবাস যোজনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন পাইকর1 গ্রাম পঞ্চায়েতের প্রধান আনজুরা বিবি, সহ পাইকর1 গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা।