সামশেরগঞ্জ: বাসুদেবপুর স্টেশন রোডে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত পাঁচজন
দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত পাঁচজন। মঙ্গলবার রাত্রে এই ঘটনা মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানার বাসুদেবপুর স্টেশন রোডে। জানা গিয়েছে, এদিন বাইক দুটির প্রচন্ড গতি থাকার ফলে বাসুদেবপুর স্টেশন রোডে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। যদিও দুটি বাইকে মোট পাঁচজন ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ঘটনাস্থলে শামসেরগঞ্জ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়।