পানিসাগর: পানিসাগরে অভিযান চালিয়ে প্রসাশনের আধিকারিকগণ বিপুল পরিমাণ দেশি মদ, প্লাস্টিক ও নকল দ্রব্য জব্দ করে
পানিসাগরে অভিযান চালিয়ে প্রসাশনের আধিকারিকগণ বিপুল পরিমাণ দেশি মদ, প্লাস্টিক ও নকল দ্রব্য জব্দ করে। ১৬ই সেপ্টেম্বর মঙ্গলবার এমনই দৃশ্য পরিলক্ষিত হয় পানিসাগর বিধানসভা এলাকায়। পানিসাগর উপ-আঞ্চলিক যৌথ এনফোর্সমেন্ট টিমের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে একাধিক গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। প্রায় ১২৫ লিটার দেশি মদ ধ্বংস করা হয়। প্রায় ১২ কেজি প্লাস্টিক জব্দ করে ২,৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।