বারাবনী: বার্নপুরে সাপ ধরতে এসে সাপের কাপড়,আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধিন সাপ উদ্ধারকারী গনেশ দাস
বার্নপুরে সাপ ধরতে এসে সাপের কাপড়,আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধিন সাপ উদ্ধারকারী গনেশ দাস গৃহস্থ বাড়িতে সাপের দেখা মিললেই ডাক পড়ত তাঁর। গত ১৫ বছর ধরে নাকি তিনি সাপ ধরছেন। বহু অভিজ্ঞতা। আসানসোলের বিভিন্ন অঞ্চলে সাপ ধরার সময় তার অতিরিক্ত আত্মবিশ্বাস সবাইকে অবাক করত। আর সেই অতিরিক্ত আত্মবিশ্বাসই কাল হল যেন আসানসোলের হীরাপুরের গনেশ দাসের। অসাবধানবশতঃ হয়ে বিষাক্ত গোখরো সাপের ছোবল খেতে হল। বর্তমানে আসানসোল জেলা হাসপাতালের সিসিইউতে ভর্তি বার্নপুরের সাপ