বাসন্তী: গরু চুরি করে ফেরার পথে বাসন্তী হাইওয়ে গাড়ি ধাক্কা দুর্ঘটনা,জখম ১ ব্যাক্তি, তদন্তে ক্যানিং থানা পুলিশ।
বাসন্তী দক্ষিণ ২৪ পরগনা হাসনাবাদ থেকে গরু চুরি করে ফেরার পথে বাসন্তী হাইওয়ে ক্যানিংয়ে পথ দুর্ঘটনা, গরু বোঝাই বেপরোয়া গাড়ি ধাক্কা মারল লরিকে। গুরুতর আহত গাড়ি চালক,আটক ১।হাসনাবাদ থানার অন্তর্গত বেভিয়ামোড় এলাকা থেকে ৫টি গরু চুরী করে পালিয়ে যাচ্ছিল পাঁচজন ,বাড়ির লোকজন জানতে পেরে গাড়ি নিয়ে ধাওয়া করতে শুরু করে ।এরপর মিনাখা থানার পুলিশ ও ওই গাড়িটিকে ধাওয়া করতে থাকে । কিন্তু গাড়িটি এতটাই বেপরোয়া ছিল যে পুলিশের গার্ড ওয়েল ভেঙে পালিয়ে যায় ।