নলহাটি ২: নব হিমাইতপুরে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব দিবস স্মরণৎসব অনুষ্ঠান পালিত হয় মহাধুমধামে
শীতলগ্রাম গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুরের নব হিমাইতপুরে ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ মিশন সাধনপিঠে পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম শুভ আবির্ভাব দিবস স্মরণোৎসব অনুষ্ঠান পালিত হয় মহাধুমধামে।ভোর থেকে শুরু হয় ধ্যান, প্রার্থনা,বেদ মাঙ্গলিক,কৃষ্টি পতাকা উত্তোলন করে, হরিনাম সংকীর্তন, ও নানা বাদ্যযন্ত্র সহযোগে একটি ঠাকুরের প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা বার করা হয়। এছাড়াও সারাদিন ধরে চলে নানা ধর্মীয় অনুষ্ঠান।