চাঁচল ১: রামদেবপুরে বাড়িতে ঢুকে দুষ্কৃতি তাণ্ডব, রাতে তালা ভেঙে হামলা, মহিলাদের মারধর–লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগে উত্তেজনা
রাতের অন্ধকারে তালা ভেঙে বাড়িতে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ। মারধর, শ্লীলতাহানি থেকে লুটপাট—সবই ঘটেছে একসঙ্গে। শনিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চাঁচল থানার রামদেবপুর গ্রামে। অভিযোগ, বাড়ির পুরুষ সদস্যরা না থাকায় একদল দুষ্কৃতী ঢুকে এলোপাথাড়ি লোহার রড দিয়ে বাড়ির মহিলাদের ওপর হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় মা ও দুই মেয়েকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক মেয়ের পা ভেঙে গেছে বলেও জানা গেছে।