মুরারই ১: রতনপুর ৬৭ নম্বর বুথের জন্য খোলা হলো তৃণমূলের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র
মুরারই এক নম্বর ব্লকের রতনপুর গ্রামে রতনপুর কমিউনিটি হলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, ৬৭ নম্বর বুথের SIR নিয়ে একটি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।এদিন ৭ই নভেম্বর শুক্রবার সকালের দিকে সহায়তা কেদ্র টি খোলা হয়। সহায়তা কেন্দ্র থেকে সাধারণ ভোটারদের SIR সমন্ধে নানান দিক দিয়ে বোঝানো হচ্ছে এবং যারা ফরম ফিলাপ করতে পারছে না তাদের সহযোগিতা করা হচ্ছে। এদিন শুক্রবার সকালের দিকে সেই চিত্র উঠে আসলো আমাদের ক্যামেরায়। জানা গিয়েছে এই সহায়তা কেন্দ্রটি একমাস ধরে চলবে।