কোচবিহার ১: এই বাংলায় মেয়েদের নিরাপত্তা খুবই প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে, কুচবিহারে বললেন AIDWA রাজ্য সম্পাদিকা
এই বাংলায় মেয়েদের নিরাপত্তা খুবই প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে, কোচবিহারে এসে বললেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা কনিনিকা বোস। উল্লেখ্য বুধবার কোচবিহার পঞ্চানন বর্মা স্মৃতিভবনে অনুষ্ঠিত হয় সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির কোচবিহার জেলা কমিটির ১৭ তম সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদিকা কণিনিকা বোস রাজ্য সভানেত্রী জাহানারা খান, রাজ্য নেত্রী রমা বিশ্বাস পাপ্পি দত্ত থেকে শুরু করে জেলা নেতৃত্বরা।