কোতুলপুরে সর্দার প্যাটেলের ১৫০তম জন্মদিনে বর্ণাঢ্য একদা যাত্রা, জনসংযোগে সাংসদ সৌমিত্র খাঁ। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০ তম জন্মদিন উপলক্ষে কোতুলপুরে অনুষ্ঠিত হলো মহাধুমধাম একদা যাত্রা। এদিন একটি বর্ণাঢ্য র্যালি বের হয় কোতুলপুর নেতাজি মোড় থেকে, যা কোতুলপুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় নেতাজি মোড়ে এসে সমাপ্ত হয়।