ময়নাগুড়ি: গত কয়েক দিনের লাগাতার বৃষ্টিতে ব্যাপক ক্ষতি কৃষকদের, মাথায় হাত দক্ষিণ পদমতির ধান ও আলু চাষিদের
গত কয়েক দিনের লাগাতার বৃষ্টিতে ব্যাপক ক্ষতি কৃষকদের । মন্থার প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে চলছে লাগাতার বৃষ্টি। মাথায় হাত ময়নাগুড়ির দক্ষিণ পদমতির ধান ও আলু চাষীদের। অক্টোবর মাসের ৩০ তারিখ সকাল থেকেই শুরু হয়েছে অকাল বর্ষন যার ফলে কৃষি জমিতে আটকে গেছে জল। এমনকি ধান ক্ষেতে জমা জলে ধান পড়ে গেছে। আমন ধান ঘরে তোলার মরশুমে এমন বৃষ্টিতে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হলো জলপাইগুড়ি সহ গোটা উত্তরবঙ্গ।জেলার বিভিন্ন প্রান্তে কৃষকরা ক্ষতিগ্রস্ত হলেন রবি শস্য