পশ্চিম দেওয়ানপাশা এলাকায় একটি নুতন ব্রীকস সলিং রাস্তায় আজ কাজ শুরু হয়। জনগন সবাই খুব আনন্দিত। এত বছর পর তাদের রাস্তায় ব্রীকস সলিং পেয়ে তারা রাস্তায় পুজো দিয়ে কাজ শুরু করে। এতে উপস্থিত ছিলেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা ওবিসি মোর্চার রাজ্য সভাপতি মলিনা দেবনাথ সহ অন্যান্যরা।