কালনা ১: চলন্ত ট্রেনের মধ্যেই সত্যজাতর অসুস্থতা, কালনা হসপিটালের নিয়ে এলেই মৃত্যু এক মাসের শিশু পুত্রর, ঘটনায় চাঞ্চল্য
চলন্ত ট্রেনের মধ্যেই সত্যজাতর অসুস্থতা, কালনা হসপিটালের নিয়ে এলেই মৃত্যু এক মাসের শিশু পুত্রর। মৃত্যুর সঠিক কারণ জানতে বুধবার দুপুর তিনটে নাগাদ কালনা মহকুমা হসপিটালে হল মৃতদেহের ময়না তদন্ত। জানা গিয়েছে মৃত ওই শিশুর নাম রিজওয়ান আলী। তার বাড়ি মালদার চাচোল এর বিরস্থলি এলাকায়। জানা গিয়েছে একমাস পূর্বে শিশুর জন্মের পর থেকেই তার মলদ্বার তৈরি হয়নি। অসুস্থ শিশুকে জন্মের চার দিন পরই অপারেশন করে কলকাতার এনআরএস হসপিটাল তার কৃত্রিম পায়ুদার তৈরি করে দেয়া হয়।