তমলুকের বর্গভীমা মন্দিরে আজ অনুষ্ঠিত হচ্ছে সপ্তসতী যজ্ঞ ও বাৎসরিক পুজো পাঠ, সারা বছরই এই পবিত্র যজ্ঞের জন্য মুখিয়ে থাকেন তমলুক সহ জেলার মানুষ বহু দুর দূরান্ত থেকে ভক্তরা ভিড় করেন এই যজ্ঞের সামিল হতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত চলে পুজো এই পুজোর বিশেষ আকর্ষণ হল সূর্যের আলো আতস কাঁচে ফেলে যজ্ঞের আগুন ধরানো হয় তারপর আতশ কাঁচের সাহায্যে আগুন জ্বালানো হয় অনুষ্ঠান দেখতে লাখ লাখ মানুষ ভিড় করেন মন্দিরে |