শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় কদমতলা থানায় সিপিআই (এম) পার্টির পক্ষে প্রতিনিধি মুলক ডেপুটেশন প্রদান করি এবং ডেপুটেশন গ্রহন করেন ওসি সাহেব,কদমতলা ইস্কুল মাঠে মেলার নামে চলছে অবৈধ্য জুয়া আসর । এক দিকে সাধারণ পরিবারের যুবকরা সর্বস্ব হারিয়ে অথনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে, এলাকায় প্রতিদিন চুরি, রাহাজানি বাড়ছে এবং অন্য দিকে যুবকদের মধ্যে একটা অংশ মা, বাবার পকেট কাটছে, এমনকি জিনিস পত্র অগোচরে বিক্রি করে রিং ও জাণ্ডিমুণ্ডা খেলছে। আমরা এই যুবকদের এবং ত