মুরারই ২: পাইকর গ্রামে পাইকর ভিডিও তলায় পাইকর 1 অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে SIR নিয়ে একটি সহায়তা কেন্দ্র খোলা হল
মুরারই ২ নম্বর ব্লকের পাইকর গ্রামে পাইকর ভিডিও তলায় পাইকর 1 অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে,SIR নিয়ে একটি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।এদিন 9 ই নভেম্বর রবিবার সকাল থেকে সহায়তা কেন্দ্রে সাধারণ ভোটারদের ফর্ম ফিলাপ করে তাদের সহযোগিতা করা হচ্ছে। এদিন রবিবার সকাল থেকে সহায়তা কেন্দ্রে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।সহায়তা কেন্দ্র থেকে সাধারণ ভোটারদের SIR সমন্ধে নানান দিক দিয়ে বোঝানো হচ্ছে।