চুঁচুড়া-মগরা: ব্যান্ডেল দেবানন্দপুর এলাকায় ধস আতঙ্কিত এলাকাবাসী
এলাকায় ধস আতঙ্কিত এলাকাবাসী। ব্যান্ডেল দেবানন্দপুর এলাকায় বসছে গ্যাসের পাইপ লাইন। সেই কাজ করার সময় দেবানন্দপুরের বিশালক্ষী তলা এলাকায় রাস্তার পাশে বিশাল এলাকায় ধ্বস নেবে যায়। জানিয়ে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পীযূষ ধর।