বারাসত ২: শাসনের উত্তরপাড়া এলাকায় গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগে গ্ৰেফতার স্বামী, শশুর ও শাশুড়ি
গৃহবধূকে পিটিয়ে খুন করার অভিযোগে গ্রেফতার স্বামী, শশুর ও শাশুড়ি। ঘটনাটি ঘটেছে বারাসত ২ ব্লকের শাসন থানার অন্তর্গত শাসনের উত্তরপাড়ায়। মৃতার নাম সারবিন বিবি (১৯)।জানা গেছে হাড়োয়া থানার অন্তর্গত মল্লিকপুরের সফর আলী গাজীর মেয়ে সারবিনের বিয়ে হয়েছিল শাসনের উত্তরপাড়ায় নাজমুল হকের সঙ্গে। মৃতার আত্মীয় হাবিবুল মন্ডল বলেন প্রায়ই তাদের মধ্যে অশান্তি হতো। বাপের বাড়ি থেকে নানা জিনিস আনার জন্য চাপ দিত। রবিবার তাদের বাড়িতে ধান ঝাড়ার কাজ চলছিল।