খানাকুল ১: কিশোরের মৃত্যু;খুনের অভিযোগ;দেহ নেওয়ার দাবিতে হাতাহাতিতে জড়ালো মা ও বাবার দু'পক্ষ;উত্তেজনা আরামবাগ মেডিক্যাল চত্বরে
কিশোরের মৃত্যু,দেহ নেওয়ার দাবিতে হাতাহাতিতে জড়ালো মা ও বাবার দু'পক্ষ।উত্তেজনা আরামবাগ মেডিক্যাল চত্বরে।জানা গেছে,বৃহস্পতিবার রাতে আরামবাগের বহুখেদাইল গ্রামে শেখ সইব(১১) নামের কিশোরের অস্বভাবিক মৃত্যু হয়।শুক্রবার ময়নাতদন্তের পর দেহ নেওয়ার দাবিতে বাবা ও মায়ের বাড়ির দু'পক্ষ হাতাহাতিতে জোড়ায়।ঘটনায় উত্তেজনা ছরালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।পরে মায়ের বাড়ির লোকজন দেহ নিয়ে যায়।ছেলেকে খুন করেছে বলে অভিযোগ তুলে থানার দ্বারস্থ বাবা।মায়ের বাড়ির কেও মুখ খুলতে নারাজ।