বারুইপুর: বিদ্যুতের যন্ত্রাংশ চুরি করতে এসে ধৃত কালিকাপুরের ডেলিভারি বয়
দীর্ঘদিন ধরে বৈদুতিক যন্ত্রাংশ চুরি হচ্ছিল। এর জেরে এলাকায় বিদ্যুতের সমস্যা হচ্ছিল। বাড়ছিল লোডশেডিং।বারুইপুর বিদ্যুৎ অফিস থেকে বারুইপুর থানায় অভিযোগ করা হয়েছিল। অবশেষে পুলিশ এর হাতে ধরা পড়লো সেই চোর। উকিল পাড়া থেকে তাকে ধরে পুলিশ। ধৃতের নাম তাপস মন্ডল। বাড়ি কালিকাপুর মেলিয়া। সুইগীতে খাবার ডেলিভারির পাশাপাশি বিদ্যুতের মিস্ত্রি ছিল সে। তার কাছ থেকে বিদ্যুতের মেশিন তার উদ্ধার করেছে পুলিশ।