বালুরঘাট: রাজ্যের দেখানো পথেই এবার কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, নিজ কেন্দ্রের পুজো উদ্যোক্তাদের জন্য ঘোষণা করলেন পুরস্কারের
রাজ্য সরকার গত বেশ কয়েক বছর ধরে দুর্গাপুজো উদ্যোক্তাদের আর্থিক অনুদান প্রদান করছেন। এবার প্রায় ২৫ হাজার টাকা অনুদান বাড়িয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা প্রদান করছেন রাজ্য। রাজ্য সরকার তরফে পুজো উদ্যোক্তাদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হচ্ছে৷ ঠিক সেই সময় এই প্রথমবারের জন্য বালুরঘাট লোকসভা এলাকার নয়টি ব্লক এবং তিনটি পুরসভা এলাকায় সেরা পুজো উদ্যোক্তাদের পুরস্কৃত করার ঘোষণা করলেন বালুঘাটের সাংসদ তাকা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।