আজ বীরসা মুন্ডার ১৫১ তম জন্মদিন । স্বাধীনতা সংগ্ৰামী ধরতী আবা বীরসা মুন্ডার জন্মদিন পালিত হল বেলপাহাড়ীতে। শনিবার সকালে একাধিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বিনপুর 2 ব্লকের বেলপাহাড়ীতে বিনপুর 2 মন্ডল বিজেপির পক্ষথেকে দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হয়। এরপর দুপুর নাগাদ বেলপাহাড়ীতে মিছিল করে, আবীর মেখে মিষ্টি বিতরণ করে বিহারে NDA এর বিশাল জয়ের বিজয় উৎসব পালন করা হয় বিনপুর 2 মন্ডল বিজেপির পক্ষথেকে। উপস্থিত ছিলেন বিনপুর 2 মন্ডল বিজেপির সভাপতি মাসাং টুডু।