বহরমপুর: বহরমপুর কৃষ্ণ মাটি রামকৃষ্ণ পাগল শঙ্খ ময়দানে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের সূচনার ম্যাচ দেখতে উপচে পড়ল সাধারণ
বহরমপুর মাটির কৃষ্ণ মাটি রামকৃষ্ণ পাগল সংঘ ময়দানে l দুদিন ব্যাপী নকআউট ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট l রামকৃষ্ণ পাগল সংঘ ক্লাব এর সহযোগিতায় দুইদিন ব্যাপী আটদলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হলো আজ সন্ধ্যায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আটটি দল অংশগ্রহণ করে এই খেলায় এই খেলার বিশেষ চমক হল প্রত্যেকটি দলে দুইজন করে বিদেশি প্লেয়ার রয়েছে, আর বিদেশি প্লেয়ারদের কে স্বচক্ষে দেখতে উপচে পড়ল সাধারণ মানুষের ভিড় আগামী কালকে রয়েছে এই খেলার চূড়ান্ত পর্ব।