জামপুইজলা: প্রাক্তন মুখ্যমন্ত্রী হাত ধরে "সুস্থ নারী সশক্ত পরিবার" অভিযানের সূচনা, ঘটনা খেরেংবর হাসপাতালে
প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সংসদের হাত ধরে "সুস্থ নারী সশক্ত পরিবার" অভিযানের শুভ সূচনাখেরেংবর হাসপাতালে "সুস্থ নারীর সশক্ত পরিবার" অভিযানের শুভ সূচনা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫ তম জন্মদিন উপলক্ষ্যে টাকারজলা মন্ডলের উদ্যোগে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়।