মুরারই ১: কাসিলা গ্রামের 29 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি পৌঁছে দিলেন BLO-রা SIR ফর্ম, ভালো করে বুঝিয়ে দিলেন ভোটারদের
গত ৪ নভেম্বর থেকে গোটা রাজ্য থেকে জেলাজুড়ে, শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের SIR এর ফর্ম দেওয়ার দেওয়ার কাজ। এদিন মুরারই এক নম্বর ব্লকের গোড়শা অঞ্চলের কাশিলা গ্রামের 29 নম্বর বুথে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিলেন SIR এর ফর্ম BLO রা। পাশাপাশি ভোটারদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে ফর্ম ফিলাপ করতে হবে।এদিন 6 নভেম্বর বৃহস্পতিবার সকালের দিকে সেই চিত্র উঠে এসেছে আমাদের ক্যামেরায়।