দিনহাটা ১: দিনহাটা প্রেস ক্লাব পরিচালন সমিতির কার্যকরী সদস্য পদে নির্বাচনে জয়ী ২ প্রার্থী
দিনহাটা প্রেস ক্লাব পরিচালন সমিতির কার্যকরী সদস্য পদে নির্বাচনে জয়ী ২ প্রার্থী। রবিবার দুপুর ২:৩০ মিনিট নাগাদ এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। দিনহাটা প্রেস ক্লাবে পরিচালন সমিতির কার্যকারী সদস্য হিসেবে ২টি পদে ৫প্রার্থী নির্বাচনী লড়াই করে। ভোটদানের মাধ্যমে ২০টি ভোট পেয়ে জয়লাভ করে শামীম হোসেন ও ১৬টি ভোট পেয়ে জয়লাভ করে রাহেন খন্দকার। বাকি তিন প্রার্থী রাহুল দেব বর্মন পায় ১৩টি ভোট, রবিউল আলী পায় ৮টি ভোট এবং আলিমুল হক পায় ৬টি ভোট।