পাড়া: উদয়পুর হাটতলা ময়দানে পরম্পরা মেনে ভাদ্র মাসের শেষ দিনে পালিত হল ছাতা পরব
Para, Purulia | Sep 17, 2025 পাড়া থানার অন্তর্গত উদয়পুর জয়নগর অঞ্চলের উদয়পুর হাটতলা ময়দানে পরম্পরা মেনে ভাদ্র মাসের শেষ দিনে পালিত হল ‘ ছাতা পরব’পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যায় এই ছাতা পরব বা ছাতা উৎসব । প্রতি বছরের মতো এ বছরও ভাদ্র মাসের সংক্রান্তির দিন উদয়পুর হাটতলা ময়দানে এই ছাতা পর অনুষ্ঠিত হয় । বুধবার বিকেল সাড়ে পাঁচটায় এই বিশেষ দিনে একটি ছোট্ট মেলার মাধ্যমে এই ছাতা পরব অনুষ্ঠিত হয় প্রাচীনকাল থেকে চলে আসছে এই অনুষ্ঠান । আশেপাশের গ্রাম থেকে মানুষ এই অনু