রতুয়া ১: দেবীপুর এলাকায় বিদ্যুতের খুঁটি পোতাকে কেন্দ্র করে হাতাহাতি জড়িয়ে পড়ল গ্রামবাসীরা
Ratua 1, Maldah | Nov 12, 2025 রতুয়ার দেবীপুর এলাকায় বিদ্যুতের খুঁটি পোতার কাজকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়লো গ্রামবাসীরা। গ্রামের একপক্ষ বিদ্যুতের পোল পুতে দেওয়ার দাবি করলেও জমির মালিক কর্তৃপক্ষ কোনোভাবে বিদ্যুতের পোল জমির সামনে পুততে দেবেন না। ঘটনা কে কেন্দ্র করে হাতাহাতি পরিস্থিতি সৃষ্টি হতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রামের বহু মানুষ জড় হয়ে যায়। এলাকা জুড়ে যোজনা ছড়িয়ে পড়তে গ্রামবাসীরা একে অপরকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।