নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারলো একটি যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় অল্পবিস্তর আহত হয় কয়েকজন বাসের যাত্রী। দুর্ঘটনার জেরে কাঁকসার বিরুডিহায় জাতীয় সড়কের সার্ভিস রোডে ঢোকার মুখে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। ঘটনাটি ঘটে বুধবার সকালে কাঁকসার বিরুডিহায় ১৯ নম্বর জাতীয় সড়কের উপর। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি বাসটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যায়।