রতুয়া ১: জাল নথি ও সিল চক্র ফাঁস করলো পুলিশ, আন্ধারু গ্রাম থেকে গ্রেপ্তার ২ ,উদ্ধার ২৯ টি সিল
জাল নথি তৈরির চক্র ফাঁস।রতুয়ার আন্ধারু গ্রাম থেকে বিপুল পরিমাণে সরকারি নথি ও সিল উদ্ধার হয়েছে।ঘটনায় গ্রেফতার আব্দুল খালেক ও শাহরুখ খান নামে দুইজন।29 টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সিল উদ্ধার হয়েছে।যার মধ্যে রয়েছে সামসি ও চাঁদমুনি দুই গ্রাম পঞ্চায়েতের সিল, শ্রীপুর অঞ্চল উচ্চ বিদ্যালয়,মিলনগড় উচ্চ বিদ্যালয় ও বাটনা হাই মাদ্রাসার সিল। পাশাপাশি উদ্ধার হয়েছে বিদ্যালয়ের ট্রান্সফার সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, কম্পিউটার প্রিন্টার। পুলিশ খতিয়ে দেখছে।