কাঁথি ৩: কানাইদিঘি অঞ্চল তৃণমূল কংগ্রেসের S.I.R-সংক্রান্ত “বাংলার ভোট সুরক্ষা ক্যাম্প” আজ পরিদর্শন করেন সভাধিপতি উত্তম বারিক
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩নং ব্লকের কালিনগর এলাকার কানাইদিঘিতে কানাইদিঘি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত S.I.R-সংক্রান্ত “বাংলার ভোট সুরক্ষা ক্যাম্প”।এই ক্যাম্প আজ পরিদর্শনে উপস্থিত ছিলেন পটাশপুর বিধানসভার বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক।উত্তম বাবু এই ক্যাম্পের সার্বিক কার্যক্রম পরিদর্শন করে উপস্থিত ভোটারদের সঙ্গে তাদের নানা সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করেন।