ধূপগুড়ি: বারশো লাইনে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে এলেন মন্ত্রী বেচারাম মান্না
আগামী ডিসেম্বরের মধ্যেই যাতে এলাকার ছোট ছোট সমস্যার সমাধান করা যায় সেই লক্ষেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছে মন্ত্রীরা। মঙ্গলবার বিকেল চারটা নাগাদ এমনই একটি পাড়ায় সমাধান শিবির হলো মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের বেতগুড়ি চা বাগানের বারশো লাইনে। সেখানে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে উপস্থিত হলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না। এদিন ২০/৭২,৭৩,৭৪ নম্বর বুথের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি হয়েছে।