মেদিনীপুর: রাতের অন্ধকারে তালা ভেঙে ক্লাবে ঢুকে তান্ডব দুষ্কৃতীদের, চুরি গেল নগদ টাকা, ভাঙচুর জিনিসপত্র
মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়া বামুনপাড়া এলাকায় জগন্নাথ সংঘ ক্লাব সংলগ্ন খেলার মাঠের রাস্তা ঘেরা নিয়ে গতকাল গন্ডগোল এলাকার দুই পক্ষের। গতকালের গন্ডগোলের পর ক্লাব কর্তৃপক্ষদের হুমকি দেওয়া হয়, এরপরই আজ সকালে এলাকাবাসীদের নজরে আসে এই ঘটনা। রাতের অন্ধকারে কেউ বা কারাও ক্লাবের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। ক্লাবের ভেতরে থাকা টিভি,ক্যারামবোর্ড থেকে শুরু করে সমস্ত কিছুই ভেঙে ফেলা হয়, লাভের ভেতরে থাকা আলমারি থেকে খোয়া গেছে নগদ টাকা।