ডোমজুড়: শলপ বাজারে পথ দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তি
Domjur, Howrah | Nov 29, 2025 হাওড়া ডোমজুড় এর শলপ বাজারে পথ দুর্ঘটনায় মৃত্যু হলেও এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে শনিবার আনুমানিক সকাল 11 টা নাগাদ শলপ বাজারে স্থানীয় বাসিন্দা সূত্রে এটা জানা যাচ্ছে এক ব্যক্তি যখন শলপ বাজারে রাস্তা পারাপার করছিল সেই সময়তে একটি ৪০৭ গাড়ি এসে ওই ব্যক্তিকে ধাক্কা মারে এবং পায়ের উপর দিয়ে গাড়িটি চলে যায় তা নিয়ে বাসিন্দারা গাড়িটিকে আটক করে এবং ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে গেলে নার্সিংহোম কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা