কলকাতা: তিন বছর পর জেলমুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, হাসপাতালে থেকে নাকতলার বাড়ির পথে প্রাক্তন মন্ত্রী
দীর্ঘ তিন বছর কারাবাসের অবসান ঘটল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। মঙ্গলবার দুপুরে অবশেষে তিনি জেল থেকে মুক্তি পান। সূত্রের খবর, তিনি হাসপাতালে ভর্তি ছিলেন চিকিৎসার জন্য। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নিজের নাকতলার বাসভবনের উদ্দেশে রওনা দেন পার্থ চট্টোপাধ্যায়।