দিনহাটা ২: উত্তর বড়শাকদল ধোপারঘাটে জলে ডুবে মৃত্যু হল আড়াই বছরের এক শিশুর
উত্তর বড়শাকদল ধোপারঘাটে জলে ডুবে মৃত্যু হল আড়াই বছরের এক শিশুর। ঘটনাটি ঘটেছে দিনহাটা বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের উত্তর বড় শাকদল ধোপারঘাট এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায় মঙ্গলবার সকালে উত্তর বড়শাকদল ধোপারঘাট এলাকার গোবিন্দ সরকার কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে যান সেই সময় বাড়িতে একা ছিল গোবিন্দ সরকারের স্ত্রী এবং আড়াই বছরের পুত্র । সকালে গোবিন্দ সরকারের স্ত্রী লক্ষ্য করেন বাড়িতে তার শিশু পুত্র নেই। এরপর শুরু হয় বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি আর এরপরেই লক্ষ