সেতুর দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ হেলান বাজারে।বৃহস্পতিবার খানাকুল-পুরশুড়া সড়কে অবরোধ করে স্থানীয়রা।তাঁদের দাবি,হেলান থেকে গৌরান সড়ক থাকলেও কানা দ্বারকেশ্বর নদে নেই সেতু।ফলে দু'জায়গা যোগাযোগে চরম সমস্যায় পড়তে হয়।বারবার প্রশাসনের দ্বারস্থ হলে কাজ হয়নি বলে অভিযোগ।এলাকায় সেতু স্থানীয় রামমোহন 2নং পঞ্চায়েতের উপপ্রধান নিজের স্বার্থসিদ্ধির জন্য আটঘোরায় নিয়ে চলে গেছেন বলে অভিযোগ।প্রতিবাদে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ।দু'জায়গায় সেতুর তত্ত্বাবধান চলছে দাবি উপপ্রধানের।