মুরারই ২: পাইকর জল ট্যাংকি পাড়ার জগদ্ধাত্রী ঠাকুর শোভাযাত্রার মাধ্যমে নিরঞ্জন করা হল পাইকর গ্রামে গঙ্গাসাগর পুকুরে
আজ 1 পয়লা নভেম্বর শনিবার আনুমানিক দুপুরের দিকে। বীরভূম জেলার মুরারই ২ ব্লকের অন্তগত পাইকর 1 অঞ্চলের।পাইকর জল ট্যাংকি পাড়ার জগদ্ধাত্রী ঠাকুর শোভাযাত্রার মাধ্যমে নিরঞ্জন করা হয়েছে পাইকর গ্রামে গঙ্গাসাগর পুকুরে। পাইকর জল ট্যাংকি পাড়ার জগদ্ধাত্রী ঠাকুর নিরঞ্জনে অংশগ্রহণ করেছিলেন পাইকর গ্রামবাসীরা।সেই চিত্র উঠে আসলো আমাদের পাবলিক অ্যাপের ক্যামেরায়।