মুরারই ২: পাইকরে তৃণমূলের দলীয় কার্যালয়ে SIR নিয়ে তৃণমূলের পক্ষ থেকে বিশেষ বৈঠক করা হল
আজ 10 নভেম্বর সোমবার সকালের দিকে। বীরভূম জেলার মুরারই ২ ব্লকের পাইকরে তৃণমূলের দলীয় কার্যালয়ে।SIR নিয়ে মুরারই ২ ব্লক তৃণমূলের পক্ষ থেকে বিশেষ বৈঠক করা হয়েছে।মুরারই ২ ব্লকের সমস্ত অঞ্চলের প্রত্যেক বুথে তৃণমূলে BLA 2 রয়েছে। তারা সাধারণ মানুষ জনেদের SIR ফর্ম ফিলাপ করার সময় কোন সমস্যা হলে তাদেরকে সহযোগিতা যাতে করা হয়,সেই সব বিষয়ে আলোচনা করা হয়েছে। উপস্থিত ছিলেন মুরারই ২ ব্লকের তৃণমূলের ব্লক সহ-সভাপতি সৌমেন মুখার্জি।