নলহাটি ১: তৃণমূল ও বিজেপির BLA 2 কে সঙ্গে নিয়ে আশ্রম পাড়ায় বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দিচ্ছেন BLO
তৃণমূল ও বিজেপির BLA 2 কে সঙ্গে নিয়ে আশ্রম পাড়ায় বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দিচ্ছেন BLO।আজ রবিবার বেলা ১২টা নাগাদ সেই চিত্রই ধরা পড়েছে আমাদের ক্যামেরায় নলহাটি থানার অন্তর্গত নলহাটি ১ ব্লকের পাইকপাড়া পঞ্চায়েতের আশ্রম পাড়ায়।গত ৪ ই নভেম্বর রাজ্যের সঙ্গে বীরভূম জেলা জুড়ে শুরু হয়েছে SIR প্রক্রিয়া, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া শুরু করেছেন BLO রা।সেই মতন আজ দেখা যায় আশ্রম পাড়ার বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় বাসিন্দাদের হাথে SIR ফর্ম তুলে দিচ্ছেন।