ক্যানিং ১: শেষ পর্যন্ত টয়লেট ক্লিনার খেল ঘুটিয়ারির এই কিশোর! কিন্তু কেন
পারিবারিক অশান্তির জেরে টয়লেট ক্লিনার খেয়ে আত্মহত্যার চেষ্টা করল এক কিশোর। ঘটনায় গুরুতর অসুস্থ কিশোরের নাম হাসিবুর সরদার। সোমবার দুপুর দুটো নাগাদ ঘটনাটি ঘটেছে জীবনতলা থানার ঘুটিয়ারিশরীফের শ্রীনগর এলাকায়। পরিবারের সদস্যরা হাসিবুরকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেছে। সঠিক কি কারণে সে টয়লেট ক্লিনার খেয়েছে হাসিবুর তা খতিয়ে দেখছে পুলিশ। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ঐ কিশোর।