জামবনি: SIR শুরু হতেই তৃনমূলের পক্ষথেকে ভোটারদের সহায়তার জন্য চিচিড়াতে শুরু হল বিশেষ ক্যাম্প, উপস্থিত বিধায়ক
SIR শুরু হতেই তৃনমূলের পক্ষথেকে ভোটারদের সহায়তার জন্য চিচিড়াতে শুরু হল বিশেষ ক্যাম্প। ক্যাম্পে উপস্থিত ছিলেন বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা।মঙ্গলবার জামবনি ব্লকের চিচড়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই ক্যাম্প। নির্বাচন কমিশনের পক্ষথেকে SIR প্রক্রিয়ার অংশ হিসেবে বিএলও দের দিয়ে বাড়ি বাড়ি ফর্ম বিলি শুরু হতেই ক্যাম্প করে এলাকার ভোটারদের সহায়তায় নামল তৃনমূল কংগ্রেস।ভোটার সচেতনতা নামের এই শিবির থেকে ভোটারদের ফর্ম পূরণ সহ একাধিক সহায়তায় নেমেছে তৃনমূল