সালানপুর: সালানপুরে ডাবর কলিয়ারি কর্মরত শ্রমিকরা একাধিক দাবী জানিয়ে কলিয়ারি কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল
সালানপুরে ডাবর কলিয়ারি কর্মরত শ্রমিকরা একাধিক দাবী জানিয়ে কলিয়ারি কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল সালানপুর এরিয়ার ECL এর ডাবর কলিয়ারির ওয়ার্কস অফিসের সামনে বিক্ষোভ করা হয়।এদিন তারা তৃণমূলের দলীয় ঝান্ডা হাতে নিয়ে এজেন্ট ম্যানেজার এর বদলির দাবী সহ কলিয়ারীর একাধিক গাফিলতির অভিযোগ তুলে তারা বিক্ষোভ দেখায় ।এদিন এই বিক্ষোভ কর্মসুচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের কয়লা খাদান শ্রমিক সংগঠনের নেতা দীনেশ লাল শ্রীবাস্তব । এদিন শ্রমিকরা জানান যে তাদের