চণ্ডীতলা ২: হুগলির চন্ডীতলায় চন্ডীতলা ইভিনিং স্টার ক্লাবের পরিচালনায় রজতজয়ন্তী বর্ষের জগদ্ধাত্রী পূজার উদ্বোধন করলেন অভিনেত্রী
হুগলির চন্ডীতলায় চন্ডীতলা ইভিনিং স্টার ক্লাবের পরিচালনায় রজতজয়ন্তী বর্ষের জগদ্ধাত্রী পূজার উদ্বোধন করলেন চলচ্চিত্র অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি, আটপুর রামকৃষ্ণ মঠ এর শ্রীমৎ স্বামী পুরুষেশানন্দ জি মহারাজ এবং হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, মেন্টর তথা শিক্ষা সংস্কৃতি তথ্য ও ক্রীড়া দপ্তরের কর্মদক্ষ সুবীর মুখার্জি, ডানকুনি পৌরসভার পৌর প্রধান হাসিনা সাবনাম, উপ পৌর প্রধান প্রকাশ রাহা। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য বহু বিশিষ্ট ব্যক্তিরা।