নলহাটি ২: বারা গ্রামে মহান নভেম্বর বিপ্লব দিবস পালন ও SIR এর ফর্ম পূরণের ক্যাম্পের উদ্বোধন করলেন এরিয়া কমিটির সম্পাদক
নলহাটি দুই নম্বর ব্লকের বারা কসবা পাড়ায় মহান নভেম্বর বিপ্লব দিবস পালিত হয় সিপিআইএমের পক্ষ থেকে। শুরুতেই পতাকা উত্তোলন ও শহীদ বৃদ্ধিতে মাল্যদান করা হয়।SIR বিষয় নিয়ে এলাকার সাধারণ মানুষের ফর্ম পূরণ করতে যাতে বিভ্রান্ত না হয় ,তার কথা মাথায় রেখে SIR ফর্ম পূরণের ক্যাম্পের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন এরিয়া কমিটির সম্পাদক কমরেড খাইরুল হাসান, এরিয়া কমিটির সদস্য নুরুল হুদা সহ আরো অনান্য কমরেডরা।