মথুরাপুর ২: PMPAI এর উদ্যোগে কাশিনগর দিয়া ডায়গনস্টিক সেন্টারে গ্রামীন ডাক্তারদের নিয়ে চতুর্থ ব্লক সম্মেলন ও সেমিনারের আয়োজন
চতুর্থ ব্লক সম্মেলন ও স্বাস্থ্য সেমিনার মথুরাপুর দু নম্বর ব্লকের সমস্ত গ্রামীণ ডাক্তার বাবুদের নিয়ে আজ কাশিনগর দিয়া ডায়গনিক সেন্টারে PMPAI এর উদ্যোগে এক চতুর্থ ব্লক সম্মেলন ও স্বাস্থ্য সেমিনারের আয়োজন করা হয় এই সেমিনারের মাধ্যমে সমস্ত ডাক্তারবাবুদের কে প্রশিক্ষণ দেয়া হয় কিভাবে তারা গ্রামের অসুস্থ ব্যক্তিদের কে চিকিৎসা করবেন এবং যেটা তাদের সাস্ধের বাইরে সেসব অসুস্থ রোগীদেরকে গ্রামীণ হাসপাতালে পাঠাতে হবে উপস্থিত ছিলেন রায়দিঘি গ্রামীণ হাসপাতাল